সারাদেশে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন জেলার সমাবেশে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানান জেলার নেতারা।
সকালে পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ বিএনপির সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। বলেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকারের উচিত পদত্যাগ করা। তারা আরো বলেন, যেনতেন নির্বাচন আর মেনে নেয়া হবে না। আগামী নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে, বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মিদের ধস্তাধস্তি হয়।
পুলিশ ও সরকারদলীয়দের বাধার মুখে ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পণ্ড হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জে বিএনপির ৫-৬ নেতাকর্মী আহত হয়েছেন। শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শুরু হয়।
নেত্রকোনার বিক্ষোভ সমাবেশ শুরু হয় সকাল ১০টায়। শহরের ছোটবাজার জেলা বিএনপি অফিসের সামনে সমাবেশে নেতারা সরকারের সমালোচনা এবং পদত্যাগ দাবি করেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সমাবেশে বক্তারা ড. খন্দকার মোশররফের উপর হামলার নিন্দা জানান। তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
চুয়াডাঙ্গায় বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে স্হানীয় সাহিত্য পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। আলাইপুর হাফরাস্তায় দলের অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ।