বাজারে খেজুরের সংকট নেই
- আপডেট সময় : ০৯:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
রমজানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি খেজুরের দাম। আমদানিকারকদের মতে, বাজারে খেজুরের সংকট নেই। বিভিন্ন বন্দরে আটকে আছে আরো বিপুল পরিমাণ খেজুরের কনটেনর। এই খেজুর দেশে এলে আরো কমবে দাম।
পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সারা বছর খেজুর বিক্রি হলেও রমজানে খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাজারে আসছে খেজুর। সৌদি আরবের আজওয়া, আম্বার, মাবরুম, সাফাওয়া ,আমিরাতের লুলু, ইরাকের জাহিদী, দাবাস, মরিয়ম খেজুর বিক্রি হয় সবচেয়ে বেশি। সৌদির খেজুরের দাম কমলেও কিছুটা দাম বেড়েছে ইরাকি খেজুরের। তবে খেজুরের রাজা আজুয়ার দাম এবার অনেক কম।
খেজুরের দাম হাতের নাগালে থাকায় স্বস্তিতে আছেন রোজাদাররা।
বিভিন্ন বন্দরে খেজুরের জাহাজ আটকে থাকার কথা স্বীকার করে ফল ব্যবসায়ীদের এই নেতা জানান, দাম বাড়ার সম্ভাবনা নেই।
আমদানিকারকরা জানান, এবারও দেশে প্রায় ৫০ হাজার মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। বাজারের চাহিদা প্রায় ৪০ হাজার মেট্রিক টন।




















