সারা দেশে তীব্র গরমে নাকাল জনজীবন

- আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
রাজধানীর মত একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলে। প্রচণ্ড গরমে নাকাল খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে দেখা দিয়েছে নানা শারীরিক সমস্যা। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গায় প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। জেলায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ নিয়ে টানা ৯ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। চৈত্রের শেষে দিকে এসে তেঁতে উঠেছে প্রকৃতি। বেলা ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঝিনাইদহে মাঝারি তাপদাহে বিপর্যস্থ জনজীবন। রোদে অতিষ্ঠ দিনমজুর, শ্রমজীবীরা। চরম বিপাকে কৃষক। চড়া রোদে চাষাবাদে ঘটছে ব্যাঘাত। গরম থেকে রেহাই পেতে শিশুরা মেতেছে পানির সঙ্গে দুরন্তপনায়। ক্লান্ত মানুষ বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে পশু পাখিও।