সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল

- আপডেট সময় : ০১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৯৭১ বার পড়া হয়েছে
সরকার পতনের একদফা দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল। ভোরে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালে সকাল থেকে রাজধানীতে তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। যান চলাচল স্বাভাবিক। তবে দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংখ্যা একেবারেই কম। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
হরতাল সমর্থনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
রাজধানীতে বিএনপির আরেকটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। মিছিলটি কাকরাইল হয়ে নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়।