সাম্প্রতিক হামলার ষড়যন্ত্র লন্ডনে বসে : অভিযোগ তথ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশের সাম্প্রতিক হামলার ষড়যন্ত্র লন্ডনে বসে হচ্ছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের। দুপুরে রাজশাহী সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সহিংসতার সঙ্গে মির্জা ফখরুলরা জড়িত। এরপরেও মিডিয়ায় বড়বড় কথা বলছেন বিএনপি নেতারা।
গ্রেফতার ইকবালের পেছনের ইন্ধনদাতাদের দ্রুতই তাদের খুঁজে বের করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১০২টি মামলার বিপরীতে অন্তত ৭০০ জনকে গ্রেফতার করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুরের ঘটনায় এক ছাত্রলীগ নেতা জড়িত থাকার কথা বলা হলেও মূলত সে অনুপ্রবেশকারী ছিল। এ দায়িত্ব ছাত্রলীগ নেবে না।