সামাজিত দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে বল প্রয়োগ করার হুঁশিয়ারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিত দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে বল প্রয়োগ করার হুঁশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান।
সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ কেএসআরএমের পক্ষে দরিদ্রদের মাঝে বিতরনের জন্য সাহায্য সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেএসআরএমের পক্ষে পুলিশ কমিশনারের হাতে সাহায্য সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। এসময় পুলিশ কমিশনার আরো বলেন, মরণব্যাধী ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।