সামরিক বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মাদক, জংগীবাদ, দুর্নীতি ও সন্ত্রাসে মত সামাজিক ব্যধি দমনে সামরিক বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আর্থ সামাজিক উন্নয়নে সামরিক বাহিনীর ভুমিকার প্রশংসা করে তিনি বলেন এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, ডিএসসিএসসি এর ২০১৯- ২০২০ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ১২৫ জন , নৌবাহিনীর ৩৪ জন, বিমানবাহিনীর ২২ জন কর্মকর্তার সাথে অংশ নেন চীন, যুক্তরাষ্ট্র, ভারতসহ ২২ টি দেশের ৫৪ জন কর্মকর্তা। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে কোর্স সম্পন্নকারীদের হাতে গ্রাজুয়েশন সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
সশস্ত্রবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার ও দক্ষ সামরিক বাহিনী গড়ে তুলতে “ফোর্সেস গোল-২০৩০” বাস্তবায়নে কাজ করছে সরকার।প্রশিক্ষন থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের স্বার্থে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সশস্ত্রবাহিনীর সদস্যদেরকে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ব্যধি দমনে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হবে।সরকার প্রধান বলেন, দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে, আগামী প্রজন্ম সুন্দর, সমৃদ্ধ জীবন পায়।শান্তি মিশনে কেবল নৈপূন্যই নয়, মানবিক গুনাবলী দিয়েও বিশ্বজয় করেছে তিন বাহিনীর সদস্যরা- এজন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।