সাভারে নিখোঁজের একদিন পর শিশু নাজুফা খাতুনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৬২১ বার পড়া হয়েছে
সাভারে নিখোঁজের একদিন পর শিশু নাজুফা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেল রাতে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর মালিকানাধীন পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নাজুফা খাতুন নামের ওই শিশুটি তার মা ফাতেলা বেগমের সাথে মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ীর পঞ্চম তলায় একটি রুমে ভাড়া থাকত। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হলো তার মা সাভার মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন।পরে রাতে প্রতিবেশী ওই বাড়ীর অপর ভাড়াটিয়া মোকসেদুল ইসলামের ঘরে তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে শিশু নাজুফা খাতুনের বস্তাবন্দি হাত-পা বাধাঁ মরদেহ উদ্ধার করে



















