সাভারে এক স্কুল শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাভারে মোস্তাফিজুর রহমান নামে এক স্কুল শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন শিমুলতলা এলাকা থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান স্থানীয় বিরুলিয়ার কৃষিবিদ এলাকার গ্লোরিয়াস স্কুলের এ্যাডমিন কর্মকর্তা পাশাপাশি একাউন্টিং বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।পুলিশ জানায়, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শিমুলতলা এলাকায় নিহতের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মৃত মোস্তাফিজুর রহমান রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওপাড়ায় এলাকার মজিবুর রহমানের ছেলে।