সাভার ও সাতক্ষীরায় তিনজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সাভার ও সাতক্ষীরায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারে শারমিন বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে পৌর এলাকার ছায়াবিথীর আমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুর মরদেহ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী সোহাগ মিয়া। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে, সাভারের কলমা থেকে আরেক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার তালায় রসুল নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে উপজেলার হরিশ্চন্দ্রকাটি ঘোষপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।