মন্দিরগুলোতে নেয়া হবে কঠোর নিরাপত্তা : ত্রাণ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরগুলোতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে দূর্গাপুজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকারের সময় সকল ধর্মের মানুষরা নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আলোচনা সভায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।