সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসন-ঈশ্বরদী-আটঘরিয়ার সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু আর নেই।
ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শামসুর রহমান শরীফ বেশ কিছুদিন ধরে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনীসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর কয়েকবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।