সাবেক প্রধান বিচারপ্রতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৮২৮ বার পড়া হয়েছে
ফার্মার ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে করা মামলার সাবেক প্রধান বিচারপ্রতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
সকাল ১১ থেকে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে এখনো চলছে। মামলার বাদী দুদুকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষ্য দেন। তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক শেখ নাজমুল আলম। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৪-এ বদলির আদেশ দেন। গত ৫ জানুয়ারি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১০ ডিসেম্বর আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। এর আগে ৪ ডিসেম্বর কমিশনের সভায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।