সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড

- আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সাতক্ষীরার আদালত।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর এ মামলার রায় দেন। ২৭ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৩৪ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দেয়। মোট ৫৪ আসামির ৪ জন মারা গেছে, পলাতক আছে ১৬ জন । দীর্ঘ ১৯ বছর আগে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে এই হামলা হয়। ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে গিয়ে ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় ২৭ জনের নামসহ অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।