সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। উত্তেজনা ছড়ানোর ম্যাচে পিছিয়ে পরেও ১-১ গোলে ড্র করেছে অস্কার ব্রুজনের দল।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শুরুতে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ। যে সুযোগে লিড নেয় ভারত। ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে তারা। তবে, সময় বাড়ার সাথে সাথে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। যদিও একাধিকবার গোলের সুযোগ হাতছাড়া করলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে। তবে, দ্বিতীয়ার্ধে আক্ষেপ ঘুচায় অস্কার ব্রুজনের দল। ৭৪ মিনিটে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন ইয়াসিন আরাফাত। শেষ পর্যন্ত আর গোল পায়নি কেউই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল। ২ ম্যাচে এক জয় এক ড্রয় নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।