সাপ্তাহিক ছুটি ও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাঙামাটি জেলায় পর্যটকের ভীড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটি ও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাঙামাটি জেলায় পর্যটকের ভীড় বেড়েছে।
শুক্রবার থেকে রাঙামাটিতে বাড়তে থাকে পর্যটক। জেলার বেশিরভাগ হোটেল মোটেল বুকিং হয়ে আছে আগে থেকেই। শহরের পর্যটন স্পটগুলোতে মানুষের তীব্র ভিড় দেখা গেছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকের পদচারনায় মুখর জেলার সবগুলো পর্যটন স্পট। যান্ত্রিক জীবেনর ক্লান্তি কাটিয়ে প্রকৃতির কোলে মানুষ। পলওয়েল পার্ক, পর্যটন ঝুলন্ত ব্রিজ আর কাপ্তাই হ্রদে ঘুরছেন পর্যটকরা।










