সাতশ বছর ধরে শাহজালাল (রহ.) মাজারে চলে আসছে গণ ইফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সাতশ বছরের ধারাবাহিকতায় সিলেটের শাহজালাল (রহ.) মাজারে চলে আসছে গণ ইফতার। ভক্ত, আশেকান, ধনী গরীব নির্বিশেষে শত-শত রোজাদার প্রতিদিন এখানে ইফতারে অংশ নেন।
শাহজালাল মাজারের পূর্ব দিকে মহিলা ইবাদতখানার নিচতলায় মহিলা এবং দোতলায় পুরুষদের জন্য ইফতারের আয়োজন করা হয়। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে খোলা মাঠে মাটির থালায় ইফতার বিতরণ করা হতো। এখন সেখানে প্লাস্টিকের গ্লাস আর মেলামাইনের প্লেটে খাবার সরবরাহ করা হয়। গণ ইফতারে অংশ নিয়ে তৃপ্ত হন এখানে আসা ভক্তরা।
ভক্তদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় হয় এ আয়োজন। যুগ-যুগ ধরে চলে আসা গণ ইফতারে খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি খিচুড়ি, ছোলা, খেজুর, জিলাপি, পেঁয়াজু দিয়ে আপ্যায়ন করা হয়।
শাহজালাল মাজারে এ আয়োজন ধনী গরিবের ব্যবধান কাটিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠার এ এক অনন্য নজির।





















