সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ টন সরকারি গম জব্দ

- আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে- কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাজ না করে পাচারের সময় ৬৫৫ বস্তায় ৪০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
এসময় সরকারি গম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালিগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করে। সাতক্ষীরা শহরের বাঁকাল চেকপোষ্ট ও পাটকেলঘাটার একটি গোডাউনে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়। আটককৃত গমের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ না করেই বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা নেয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল এলাকা থেকে এক ট্রাক এবং পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাকসহ মোট দুই ট্রাক গম জব্দ করা হয়।