সাতক্ষীরার কৈখালী ইউপি চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গেলরাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যানের স্ত্রী ইশরাত আলি জানান, রাতে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে বসে কাজ করছিলেন। এসময় ৭/৮টি মোটরসাইকেলে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে তার কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানকে গুলি করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।