সাতক্ষীরায় বাড়ছে গ্রীষ্মকালীন টমেটো চাষ
- আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় প্রতি বছরই বাড়ছে গ্রীষ্মকালীন টমেটোর চাষ। চলতি মৌসুমে প্রায় দ্বিগুন উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। দাম ভাল পাওয়ায় দিনদিন কৃষকদের আগ্রহ বাড়ছে। সার ও কিটনাশকের দাম কমানোর দাবি জানান চাষীরা। জেলা কৃষি বিভাগ জানান, কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো চাষে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।
সাতক্ষীরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ে লাভজনক ফলন হওয়ায় কৃষকরা টমেটো চাষে সাড়া ফেলেছে। চলতি মৌসুমে প্রায় ১৫২ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
সার ও কিটনাশকের দাম কমানোর কথা জানান কৃষকরা আর স্বল্প সময়ে অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহ বাড়ছে, জানান কৃষি বিভাগ।
ভক্সপপ: আক্তারুজ্জামান মোড়ল, টমেটো চাষি, নগরঘাটা,সাতক্ষীরা।
সাতক্ষীরায় গেলো বছর গ্রীষ্মকালীন টমেটোর চাষ হয়েছিল ১৩২ হেক্টর জমিতে। আর চলতি বছর চাষ হয়েছে ১৫২ হেক্টর জমিতে বলে জানান কৃষি বিভাগ।


















