সাতক্ষীরা ও সুন্দরবন সফরে ডেনমার্কের রাজকুমারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও সুন্দরবন গেছেন সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
তার সফররত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সকাল ১০টা ১২ মিনিটের দিকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে হেলিকপ্টারে অবতরণ করেন ড্যানিশ রাজকুমারী। সেখান থেকে তিনি গাড়িযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যান।
এরপর উপকুলবাসীর খোঁজ খবর নিতে সময় কাটার তাদের সঙ্গে। তাদের সাথেই দুপুরে খাবারও খান স্থানীয় একটি রিসোর্টে। এর আগে যাবেন সুন্দরবনের কলাগাছিয়াতে। সফরের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বন উপকূলের সর্বত্র।





















