সাত মাস ধরে গৃহবন্দী হয়ে পড়েছে কুষ্টিয়ার এক নারী ও তার শারীরিক প্রতিবন্ধী ছেলে

- আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
রাস্তা বন্ধ করে দেয়ায় সাত মাস ধরে গৃহবন্দী হয়ে পড়েছে কুষ্টিয়ার এক নারী ও তার শারীরিক প্রতিবন্ধী ছেলে। বাড়ির পেছনের দেয়াল টপকিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। রাস্তা বন্ধ, জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে স্থানীয় খোদেজা খাতুন ও তার সাত সন্তানের বিরুদ্ধে। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ সমাধানের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে।
অষ্টম শ্রেনীর ছাত্র মাহফুজুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া শহীদ আব্দুর রাজ্জাক সড়কে তার বাড়ি। বাবা মারা যাবার পর মাকে নিয়ে থাকে সে।
সাত মাস আগে এলাকার প্রভাবশালী খোদেজা খাতুন ও তার সাত সন্তান জোর করে মাহফুজদের বাড়িতে ঢোকার পথ বন্ধ করে দেয়। বাড়ির পেছনের দেয়াল টপকিয়ে এখন যাতায়াত করছে তারা। নিজের বাড়ির মধ্যে দিয়ে মাহফুজকে যাতায়াতের সুযোগ দিয়েছেন। এই প্রতিবেশি।
শুধু রাস্তা বন্ধ করেই থামেনি তারা। জোর করে অন্যের জমিতে ঘর তুলে তা দখলের চেষ্টাও করছে বলে অভিযোগ, এই জমি মালিকের। এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোন সেট দিয়ে ভিডিও করেন এবং থানায় ফোন দেয়ার কথা বলেন অভিযুক্ত খোদেজা খাতুন।
এ ব্যাপারে পৌরসভা রায় দিলেও তা মানছে না তারা। রায় বাস্তবায়নে থানা প্রশাসনকে এগিয়ে আসতে হবে মনে করেন, এই ওয়ার্ড কাউন্সিলর। ইতিমধ্যে ওসিকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন, পুলিশ সুপার। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রান চায় এলাকাবাসী।