সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের একটি তদন্ত সংশ্লিষ্ট কারণে এই ১৫ জনের দেশত্যাগ ঠেকাতে আদালতের অনুমতি চাওয়া হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।। দুদক সূত্রে জানা গেছে, এদের সবাই একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও তদন্তের আওতায় রয়েছেন এবং তদন্ত প্রক্রিয়ার স্বার্থেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে সাকিব আল হাসানের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক ও মিডিয়া পর্যায়ে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দুদক জানিয়েছে, নির্দিষ্ট সময় পর পর তদন্তের অগ্রগতি অনুযায়ী আদালতের সঙ্গে যোগাযোগ রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আদেশের মাধ্যমে তদন্তাধীন ব্যক্তিদের হঠাৎ করে দেশ ছাড়ার ঝুঁকি রোধ করার পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন।

 
																			 
																		















