সাউদাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
অবশেষে ইপিএলে জয়রথ থামলো ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করলো রেড ডেভিলরা। ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শোলশায়ারের দল।
ম্যাচ জুড়ে বলদখল আর আক্রমণে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিলো সাউদাম্পটন। লিড নিতেও সময় নেয়নি, ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। যদিও ম্যাচে ফিরতে ৮ মিনিটের অপেক্ষা ম্যানইউ’র। মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। এরপর তিন মিনিট পর লিড নেয় স্বাগতিকরা, অ্যান্থনি মাশিয়ালের গোলে। ম্যাচের পরের সময়টাতেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে, ম্যাচের ৯০ মিনিটে গোল পায় সাউদাম্পটন। তাতে টেবিলের তিনে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে রেড ডেভিলদের। তবে, শুরুতেই পিছিয়ে পড়া ম্যাচে পয়েন্ট শূন্য না থাকাই বড় সান্ত্বনা স্বাগতিকদের। লিগে এখনও বাকি তিন রাউন্ড।