সাংবাদিক আজিজুল হক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে সাংবাদিক আজিজুল হক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশগ্রহন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক বাবুর মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।২১ এপ্রিল আজিজুল হক বাবুকে মিথ্যে মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।