সাংগঠনিক পদের লোভে নৃশংসতার সঙ্গে জড়িত গ্রেফতার ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ২০৫২ বার পড়া হয়েছে
সাংগঠনিক পদের লোভে চট্টগ্রামের দামপাড়ায় নৃশংসতার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযোগ রয়েছে, বাসে আগুন দিয়ে মানুষকে দগ্ধ করে ছাত্রদল ওই কর্মী।
রোববার রাতে দামপাড়া বাস কাউন্টারের সামনে দারিয়ে থাকা রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাসের চালক দগ্ধ হন। এসময় বেশ কয়েকটি গাড়িতে ভাংচুরও চালানো হয়। দুই দিন পর ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই খুলশি থানা ছাত্রদলের কর্মী। ডিবির দাবি, মহানগর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব পদের লোভ দেখিয়ে গাড়ি পোড়াতে উদ্বুদ্ধ করা হয় তাদের। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত নগরজুরে আরো অন্তত তিনটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ছাত্রদলের এই কর্মীরা জড়িত ছিল বলেও জানায় ডিবি।