সাঁথিয়া উপজেলায় আকাশ সাহা ও শুভ সাহা নামের দুই কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলায় আকাশ সাহা ও শুভ সাহা নামের দুই কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
গেল বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামে আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। এ উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে রাতে আকাশ ও তার বন্ধু শুভ সাহা একটি রুমে একসাথে ঘুমাতে যায়। মধ্যরাতে তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে। রাতেই পরিবারের লোকজন অসুস্থ আকাশকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আর শুভ সাহাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।