সহিংসতার আশংকা নিয়েই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সহিংসতার আশংকা নিয়েই দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ৮৪৬ ইউপি ভোটের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে। আইন শৃংখলা বাহিনী ভোট কেন্দ্র ও আশ পাশের এলাকায় টহল জোরদার করেছে। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ৮১ জন চেয়ারম্যান। দেশের ১৮টি জেলার ২৮টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যানদের সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আজ কোনো ভোট গ্রহণ হচ্ছে না।