সহিংসতার আশংকা নিয়েই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

- আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সহিংসতার আশংকা নিয়েই দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্স এবং ইভিএম। আগামীকাল সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ।
দ্বিতীয় ধাপে নওগাঁর দুই উপজেলার ২০টি ইউনিয়ন নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর ও রানীনগর উপজেলার পরিষদ চত্বর থেকে এসব নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু করা হয়। এসময় স-ব স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাদের ভোট কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন।
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১শ’৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহণের নির্বাচন সরঞ্জাম বিতরণ করা হয়। দুপুর থেকে মিরপুর ও ভেড়ামারা উপজেলা চত্ত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ফরিদপুরের এ ২টি উপজেলা দাঙ্গা প্রবন হওয়ায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ, রেব, আনসার, বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়নের কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
গাইবান্ধায় সকালে পুলিশ লাইন্স মাঠে নির্বাচন কর্মকর্তাদের মাঝে নির্বাচনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলায় ৭টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৫টি ইউনিয়নের পরিষদ নির্বাচন উপলক্ষে দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
পিরোজপুর জেলার ৩ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের সরঞ্জমাদি স্ব-স্ব কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, নির্বাচনী প্রচারণার সহিংসতায় পাবনার সুজানগরের ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সবুজ হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে, গাইবান্ধার রামচন্দ্রপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের হামলায় গুরুতর আহত চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ। পরে ৬০ জনকে আসামী করে মামলা করা হয়।