সহজ ম্যাচ, অথচ কঠিন করে হারলো কলকাতা নাইট রাইডার্স
																
								
							
                                - আপডেট সময় : ০২:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
 - / ১৫৪৩ বার পড়া হয়েছে
 
সহজ ম্যাচ, অথচ কঠিন করে হারলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে হেরেছে মরগানের দল। আগে ব্যাট করে রাসেল-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে অলআউট হয় মুম্বাই।
জবাবে, ১৪২ রানে থামে কেকেআর। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় কলকাতা। ৭৩ রানের উদ্বোধনী জুটি গড়েন সুবমান গিল ও নিতিশ রানা। তবে এ দুই ব্যাটসম্যানের বিদায়ে আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। পাঁচে নেমে ব্যর্থ সাকিব আল হাসান। করেছেন ৯ বলে ৯ রান। আন্দ্রে রাসেল-দিনেশ কার্তিকরাও ব্যর্থ। শেষ ২৬ বলে ৩০ রানের সমীকরণ মেলাতে পারেননি এই দুই ব্যাটসম্যান। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ফিফটিতে চ্যালেজিং পূজি পায় মুম্বাই। সর্বোচ্চ ৫৬ রান করেন যাদব। এছাড়া রোহিত শর্মার অবদান ৪৩ রান। পাঁচ উইকেট নেন আন্দ্রে রাসেল। ২৩ রান খরচায় সাকিব নেন ১ উইকেট। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় হায়দরাবাদের মুখোমুখি ব্যাঙ্গালুরু।
																			
																		













