সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করোনা রোগীদের সেবা করতে চিকিৎসকদের প্রতি আহ্বান

- আপডেট সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করোনা রোগীদের সেবা করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন- বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আর মহাসচিব এহতেশামুল হক চৌধুরী বলেন, করোনা মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসকদের প্রয়োজনীয় পিপিই মজুদ রয়েছে। তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ সভাপতি ইকবাল আর্সনাল স্বীকার করেন, করোনা মোকাবেলায় হাসপাতালগুলোর প্রস্তুতির ঘাটতি ছিল। বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে তারা বলেন, আতঙ্কিত না হয়ে সচেতনতা দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করা হবে।
ক্রমশই দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। হাসপাতালে ভিড় বাড়ছে আক্রান্ত ও আতঙ্কিতদের। তবে জীবন বাঁচানোর ব্রত নিয়ে অজানা ও ভয়ানক এই ভাইরাসের মোকাবিলায় রোগীদের পাশে থেকে লড়াই করছেন চিকিৎসকরা। ঢাকা মেডিক্যালের চারজনসহ ৫ চিকিৎসককে এরই মাঝে রাখা হয়েছে আইসোলোশনে।
এমন পরিস্থিতিতে জনগনের উদ্বেগ ও আতঙ্ককে প্রশমিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএমএ ও স্বাচিপ। এসময় করোনা মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলে আশ্বস্ত করেন বিএমএ মহাসচিব।
করোনার চিকিৎসায় রোগীদের পাশে থাকার অঙ্গীকার করেন বিএমএ সভাপতি।
তবে মরণঘাতি এই রোগের মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল বলে স্বীকার করেন স্বাচিপ সভাপতি।
আতংক নয়, সচেতনতা এবং অনিরাপদ প্রবাসীদের সম্পর্কে সরকারে সংশ্লিস্ট বিভাগগুলোকে তথ্য দিয়ে সহায়তা করা সবচেয়ে গুরুত্বপূর্ন বলে মত দেন তারা।