সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য সরকার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নতিতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাজেটেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে তাদের জন্য।