সরকারের হাতে স্বাধীন পররাষ্ট্রনীতির মৃত্যু ঘটেছে: রিজভী
- আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সরকারের হাতে স্বাধীন পররাষ্ট্রনীতির মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
প্রতিনিয়ত সীমান্ত হত্যার প্রতিবাদ না করে উল্টো মন্ত্রীদের কথাবার্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বলেও দাবি করেন তিনি। নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্ত হত্যার সমস্ত দায উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এর দায় এড়াতে পারেন না। বাংলাদেশের জোরালো কূটনৈতিক তৎপরতা না থাকায় এধরনের ঘটনা ঘটছে বলেও দাবি তার। পররাষ্ট্রমন্ত্রীর ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো এমন কথার সমালোচনা করে রিজভী বলেন, আমাদের কূটনৈতিক সম্পর্ক শুরু দেয়ার ক্ষেত্রেই। নেয়ার বেলায় কিছুই নেই। এদিকে, সীমান্ত হত্যার প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো কালো ব্যাচ ও কালো পোশাক ধারন কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।

















