সরকারের ভেতর ক্ষমতা হারানোর ভয় ধরেছে : আমীর খসরু মাহমুদ চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আগামী দিনের আন্দোলনে কর্মী সমর্থকদের পাশাপাশি জনগনকে সম্পৃক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ২২ থেকে ২৮ আগস্ট তৃণমুল পর্যায়ের মিছিল সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। আমীর খসরু মাহমুদ বলেন, শেখ হাসিনাসহ সরকারে ও আওয়ামীলীগের শীর্ষ নেতা ও মন্ত্রীদের মাঝে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে। তাই আবোল তাবোল বলতে শুরু করেছে তারা। এই মুহুর্তে জনগনকে সম্পৃক্ত করে মাঠে নামলে এই সরকারের পতন হবে। তাই ঘরোয়া কর্মসুচী বাদ দিয়ে জনগনের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। সভায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।