সরকারের প্রণোদনা জেলেদের মোবাইলে সরাসরি ট্রান্সফারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সরকারের আর্থিক প্রণোদনা জেলেদের মোবাইলে সরাসরি ট্রান্সফারে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক আরো বলেন, মা ইলিশ রক্ষা ও জাটকা রক্ষা অভিযান বাস্তবায়ন করতে শুধু জেলে নয় সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারি সব সুযোগ-সুবিধা পেলে প্রকৃত জেলেরা ভবিষ্যতে অভিযানের সময় ইলিশ আহরণে আর যাবেন না বলে ধারণা করছে প্রশাসন। এতে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন আরো অনেক বাড়বে। তিনি জানান, ইতিমধ্যে যারা অন্য পেশায় গেছেন তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।