সরকারি-বেসরকারি উভয় সেক্টরেই প্রচুর দক্ষ জনশক্তি তৈরি করা দরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৬০২ বার পড়া হয়েছে
২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকারি-বেসরকারি উভয় সেক্টরেই প্রচুর দক্ষ জনশক্তি তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি। ঢাকার একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআই আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য মন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড পলিসি এণ্ড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট প্রজেক্টের উদ্বোধন করা হয়। দক্ষ জনশক্তির পাশাপাশি তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে জোর প্রচেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।