সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বাজার ও মহল্লায় মানুষের ভিড়

- আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে

Coronavirus in China. Novel coronavirus (2019-nCoV), people in white medical face mask. Concept of coronavirus quarantine vector illustration. Seamless pattern.
সরকারি নিষেধাজ্ঞা, রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতার পরও বাজার ও মহল্লায় মানুষের ভিড় ঠেকানো যাচ্ছে না। আর ন্যায্যমূল্যে জিনিস কিনতে টিসিবির ট্রাকের সামনেও ক্রেতাদের দীর্ঘ সারি। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ছে। টিসিবির ট্রাকে পণ্য বিক্রয় ও বাজার তদারকিতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া রাজধানীতে জরুরি সেবা ব্যতীত প্রবেশ ও বাহির হওয়া নিষেধ। নগরীতে জনসাধারণের চলাচল আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ। এরপরও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণা করা হয়। প্রতিনিয়তই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এ তালিকায়। সবশেষ তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ায় করোনায় একজনের মৃত্যু ও আরো তিনজন শনাক্তের পর লকডাউন করে দেয়া হয় এলাকাটি।
এলাকায় একাধিক করোনা রোগী শনাক্ত হওয়ায় গোটা এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয়রা বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে। এরপরও মহল্লার সড়কে কমছে না মানুষের উপস্থিতি। নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে তারা। এতে সংক্রমন ছড়ানোর আশংকা স্থানীয়দের।
এই মুহূর্তে টিসিবি’র ট্রাকের সামনে আর নগরীর কাঁচাবাজার করোনা সংক্রমণের বিপদজনক স্থান। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় সুলভ মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। পণ্য কেনাকাটায় সাধারণ মানুষের দীর্ঘ সারি।
নগরীর সবচে বড় কাঁচাবাজার কারওয়ান বাজার। ভীড়ের মধ্যে নিত্য পণ্যে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। কেউ কেউ নিরাপত্তা সরঞ্জাম পরিধান করলেও, বিক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। সংক্রমন ছড়ানোর আশংকায় ক্রেতারা চান জোরদার তদারকি।
নগরীর প্রধান সড়কে সেনাবাহিনীর টহল আরো জোরদার করা হয়েছে।
সড়কের কোথায়ও জটলা দেখলে সেনা টহল টিম গাড়ি থামিয়ে, তাদের বাসায় যেতে নির্দেশ দেয়।