সরকারি নির্দেশনায় কক্সবাজারে সৈকত বন্ধে সংকটে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা

- আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঈদ পরবর্তী মৌসুমে দেশি-বিদেশি পর্যটকে ভরপুর থাকলেও এবার সরকারি নির্দেশনায় কক্সবাজারে সৈকত বন্ধ। এতে সংকটে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ছোট্ট ভ্যানে চা বিক্রি করে তুহিন। সামান্য এই আয় দিয়ে সাত সদস্যের পরিবার চালায় সে। কিন্তু, লকডাউনে পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় ভালো নেই তুহিনের পরিবার।
এদিকে, দিনকাল ভালো যাচ্ছেনা ডাব বিক্রেতা কামালেরও। সারাদিন বিক্রি হয়না দুইশ’ টাকার ডাব। তাদের মতো অসহায় অবস্থায় পড়েছে সৈকতের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী।
প্রতিটি হোটেল-মোটেলের প্রধান ফটকে ঝুলছে তালা। করোনা সংক্রমণ কম থাকায় কয়েকমাস খোলা ছিল। এখন বন্ধ থাকায় বিপর্যস্থ হয়ে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই খাত।
করোনাকালে পর্যটন খাতে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা। এই শিল্পকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সরকারি সহযোগিতা দরকার বলে জানান, তারা।
প্রতি অর্থ বছরে পর্যটন খাত থেকে প্রায় দু’শ কোটি টাকার রাজস্ব পায় সরকার।