সরকার বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণের নামে লুটপাট করেছে : আমান উল্লাহ আমান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সরকার বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণের নামে লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।
সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কমিটির প্রস্তুতি সভা শেষে তিনি আরও বলেন, বিএনপি সাধ্যমত চেষ্টা করছে বন্যার্তদের পাশে দাঁড়াতে। এরই মধ্যে বিভিন্ন জেলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে রাষ্ট্রের টাকা অপচয় করলেও বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যর্থ সরকার। যতটুকু অনুদান বরাদ্দ দেয়া হয়েছে তার বেশিরভাগই লুটপাট করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।