সরকার দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে : মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবস পালন করার মত পরিস্থিতি দেশে নেই, সরকার দেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে বলে মন্তব্য করছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মেজর হাফিজের মতো মুক্তিযোদ্ধাকে কারারুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে জানান তিনি। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কর্মসূচি চলবে বলে জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপি তার দায়িত্ব পালন করে যাচ্ছে। সমাজের অন্যান্য পেশাজীবী ও দেশের সাধারণ জনগণকেও গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নামার আহ্বান জানান তিনি।