সরকার দেশ ধ্বংসের পায়তারা করছে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৭৬০ বার পড়া হয়েছে
সরকার পরিকল্পিতভাবে দেশ ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্প্রতি বিএনপির আন্দোলনে নিহতদের স্মরণে লেখা বইয়ের মোড়ক উন্মোচন ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সরকার। স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনছে না। এতেই প্রমাণ হয় এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।