সরকার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম পুষছে : রুমিন ফারহানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে সরকার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম পুষছে। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, পরিস্থিতি দেখে এটা স্পষ্ট, রেবের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা এখানেই শেষ হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের স্বনামধন্য ১২টি মানবাধিকার সংস্থা রেবের সদস্যদের শান্তিরক্ষী বাহিনীতে না নিতে জাতিসংঘকে চিঠি দিয়েছে। জনগণের করের টাকায় চলা রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে অনেক নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারকে সংকটে ফেলেছে সরকার।