সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে লোক দেখানো উন্নয়ন প্রকল্পের কাজ করছে : আমির খসরু

- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে লোক দেখানো উন্নয়ন প্রকল্পের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনগুলোতে রাজনীতিতে ২৪ ঘন্টাই মনযোগী হতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। রাজধানীতে দলের এক সম্মেলনে এসব কথা বলেন আমির খসরু।
রাজধানীর মিলন পার্টি সেন্টারে বাড্ডা এলাকার ৬টি ওয়ার্ডের সম্মেলন করে, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান ঢাকা মহানগর উত্তরের আহবায়ক।
সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে প্রকল্প হাতে নিয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে শৃঙ্খলা ফেরাতে না পারলে সরকার পতন সম্ভব নয়। আগামীতে ২৪ ঘন্টা রাজনীতিতে মনযোগী হওয়ার আহবান জানান বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য।
সম্মেলনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও বন্যার্তদের নিয়ে সরকারি সহযোগিতার সমালোচনা করেন নেতারা।