সরকার আবারও মুনাফার পথে হাঁটছে : দাবি ক্যাব সভাপতির

- আপডেট সময় : ০৯:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সরকার আবারও মুনাফার পথে হেঁটেছে বলে মন্তব্য করেছন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ–ক্যাব সভাপতি গোলাম রহমান। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কোথায় কখন ভর্তুকি দিতে হবে, সরকার সেটা জানে। বিপিসি কখনো লাভের মুখ দেখেনি বলেও দাবি করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর সংলাপে তারা এসব বলেন।
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায়, ডিআরইউর সাগর রুনী মিলনায়তনে সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।
অনুষ্ঠানে জ্বালানী তেলের দাম কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা।
নতুন করে মূল্য বৃদ্ধি করায় সরকারের কঠোর সমালোচনা করেন ক্যাব সভাপতি।
গণমাধ্যমে নেতিবাচক শিরোনাম থাকলেও দেশের সার্বিক পরিস্থিতিতে কোন সংকট নেই বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, জ্বালানি তেল থেকে বিপিসি কখনও মুনাফা করেনি।
মেগা প্রকল্পের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন তাজুল ইসলাম।