সম্মেলনের মধ্য দিয়ে যারা নতুন নেতৃত্বে আসবে তারা দেশ ও দলের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সম্মেলনের মধ্য দিয়ে যারা নতুন নেতৃত্বে আসবে তারা দেশ ও দলের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এই আশা ব্যক্ত করেন। সকাল ১১টায় শুরু হয় এই সম্মেলন। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম। ২০১২ সালের ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। এবারের সম্মেলনে উপস্থিত রয়েছেন ১৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট । সম্মেলন সফল করতে গঠন করা হয়েছে ১৩টি উপ কমিটি ।