সম্মাননা পেলেন অভিনেত্রী মিম চৌধুরী
- আপডেট সময় : ০৪:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১৯৮৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদন : এবার ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। গত ২৫ জুলাই রাজধানীর পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনে এর ৪র্থ আসর অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী মিম চৌধুরী। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদেরকে, আমাকে যোগ্য মনে করার জন্য।’
নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের পুরস্কারের আয়োজন করেছে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে আরও সম্মাননা অভিনেতা সজল, অভিনেত্রী কুসুম সিকদার, মৌসুমি হামিদ, চিত্রনায়িকা শিরিন শিলা, আঁচল আখি, তানহা তাসনিয়া, প্রিয়াংকা জামান, মিষ্টি জান্নাত ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে।
উল্লেখ্য, ‘নাচো বালাদেশ নাচো’ রিয়েলিটি শো’র মধ্যদিয়ে মিডিয়াতে মিমের অভিষেক। এরপর থেকেই মূলত নাচে, অভিনয়ে আর উপস্থাপনায় ধারাবাহিকভাবে চলছে তার সরব পথচলা। যদিও মূলত তিনি একজন নৃত্যশিল্পী কিন্তু অভিনয়ে এবং উপস্থাপনাতেই তিনি ব্যস্ত এখন।





















