সফল উদ্যোক্তা রবিউল ইসলাম

- আপডেট সময় : ০৫:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ফুটপাতের ছোট্ট দোকান থেকে শুরু করে আজ দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘ফেব্রিকন ফ্যাশন’—এই সাফল্যের পেছনে আছেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম। অধ্যবসায়, পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে তিনি তৈরি করেছেন নিজের ব্র্যান্ড, যার এখন দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টি নিজস্ব শোরুম রয়েছে। এর মাধ্যমে তিনি তৈরি করেছেন অসংখ্য কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ।
জয়পুরহাটের মেধাবী সন্তান রবিউল ইসলাম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নিজে কিছু করার। পড়াশোনায় ভালো ফল করলেও কখনোই চাকরির পেছনে ছুটেননি। ডিপ্লোমা করার সময় থেকেই শুরু করেন ছোট ব্যবসা। ঢাকার বায়িং হাউজ থেকে পণ্য কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন, বিক্রি করতেন ফুটপাতে। সেই ছোট্ট উদ্যোগই আজ পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পোশাক ব্র্যান্ডে।
বর্তমানে ‘ফেব্রিকন ফ্যাশন’ একটি পূর্ণাঙ্গ পোশাক উৎপাদন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। নিজস্ব ডিজাইনে তৈরি পোশাক তারা দেশব্যাপী ডিলার ও শোরুমের মাধ্যমে বিক্রি করছে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য দিচ্ছে অল্প বিনিয়োগে ডিলারশিপ ও শোরুম নেওয়ার সুযোগ।
তাদের পোশাক এখন অনলাইনে, নিজস্ব ওয়েবসাইট ও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি নিজস্ব ফ্যাক্টরি স্থাপন করেছেন, যা উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে নতুন মাইলফলক হিসেবে কাজ করছে।
রবিউল ইসলামের উদ্যোক্তা জীবনের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে তিনি ইকবাল বাহার পরিচালিত জনপ্রিয় উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প’ থেকে সেরা উদ্যোক্তা পুরস্কার অর্জন করেন।
নিজের সাফল্যের গল্প শেয়ার করে রবিউল ইসলাম বলেন, ‘স্বপ্ন দেখুন, শুরু করুন ছোট থেকে। পরিশ্রম করলে সফলতা আসবেই। ফেব্রিকন ফ্যাশন এখন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং প্রমাণ—ইচ্ছা, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে ফুটপাতের ব্যবসায়ীও হতে পারেন দেশের সফল উদ্যোক্তা।’
‘ফেব্রিকন ফ্যাশন’ বর্তমানে নতুন উদ্যোক্তাদের জন্য ডিলারশিপ ও শোরুম নেওয়ার সুযোগ দিচ্ছে। অল্প বিনিয়োগে ব্যবসা শুরু করে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।