সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার চালের বাজার আবারও অস্থির

- আপডেট সময় : ০২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মাত্র এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরণের চালে কেজিতে বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ টাকা। অভিযোগ আছে মিল মালিক আর মজুদদারদের সাথে চালের ব্যবসায় কর্পোরেট কোম্পানী যুক্ত হওয়ায় দাম কমার সম্ভাবনা কম। সরকারীভাবে উদ্যোগ না নিলে আগামীতে চালের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বর্ষা মৌসুমে হঠাৎ চালের মুল্য বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ।
ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজার কেনাবেচা নেই। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৭৪ টাকার সুপার মিনিকেট ৮০ টাকা ৬৮ টাকার মিনিকেট ৭৪ টাকা আর ৬৫ টাকার মোটা আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। এ ব্যাপারে মিল মালিক, মজুদদার ও করপোরেট ব্যবসায়ীদের দায়ী করছেন ব্যবসায়ীরা।
চালের মুল্য বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। সরকারীভাবে চালের মুল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থাগ্রহনের দাবি তাদের।
ভক্সপপ: ,০৫,০৬.০৭.০৮ ( সাধারণ ক্রেতা)
আর মিল মালিকরা বলছেন, হাটে অতিরিক্ত দাম দিয়ে ধান কিনতে হয় তাদের। তাও ঠিকভাবে পাওয়া যায় না। কর্পোরেট কোম্পানীগুলোর ধান কেনার বিষয়ে সরকারীভাবে ব্যবস্থা নেয়ার দাবী তাদেরও।
বিনা কারণে চালের মুল্য বৃদ্ধি করলে জড়িতদের শণাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।