সন্ত্রাসী দল হিসেবে বিএনপিকে অনেকেই চিহ্নিত করেছে : কাদের

- আপডেট সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
সন্ত্রাসী দল হিসেবে বিএনপিকে অনেকেই চিহ্নিত করেছে, তবে নিষিদ্ধ করার চিন্তা এখনো আওয়ামী লীগ করেনি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে তিনি বলেন, আদালত কাউকে জামিন দেয়ার অর্থ এই নয় যে, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। দুপুরে রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, সেকারণে তারা শাস্তির বাইরে যেতে পারে না। বিএনপি মহাসচিবের মুক্তি ও তাদের সরকার বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করেই সংরক্ষিত মহিলা আসনের প্রার্থিতা চূড়ান্ত করেছে বলেও জানান ওবায়দুল কাদের।