সজীব গ্রুপের মালিকসহ ৮ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের জুস কারখানায় ৫২ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে বলে জানান পুলিশ সুপার। দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশ এ ঘটনায় স্তব্ধ। একসঙ্গে এতজনের প্রাণহানির খুবই দুঃখজনক ঘটনা। এর সাথে সরকারের লোকজনের ব্যর্থতা থাকলে তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। এদিকে, স্বজনদের পোড়া মরদেহ খুঁজে পেতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ডিএনএ টেস্টের জন্য নমুনা দিয়েছেন স্বজনরা। তবে, মরদেহ শনাক্ত করতে কমপক্ষে ২১ দিন সময় লাগবে বলে জানান সিআইডি’র ফরেনসিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর মুনীর। গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জে হাসেম ফুডসের সেজান জুস কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান ৫২ শ্রমিক। যাদের বেশিরভাগই শিশু।